Monday, December 4, 2017

কৃষি লুঠ কথা - বামফ্রন্ট এবং কৃষিতে বহুজাতিকদের পদধ্বনি

মধ্যবিত্তের বৃত্তের বাইরে যেটা হল, ষাটের দশক থেকে কৃষিতে বামপন্থীদের খাদ্য চাইএর দাবিতে হিংসাত্মক আন্দোলন করতে পথে নামিয়ে চুপিসারে তার উদ্দেশ্য সফল করে ফেলল কৃষি-কর্পোরেট, তাকে সম্পূর্ণ রূপ দিল বামফ্রন্ট বাঙলার শাসনে এসে। কর্পোরেট বিনা বিনিয়োগে কৃষিদপ্তরকে বানিয়ে ফেলল তার মেঠো দপ্তর - জনগণের পয়সায় পোষা বাবুরা হয়ে গেলেন কর্পোরেটদের নতুন চাষ প্রযুক্তি হস্তান্তরের সর্বক্ষণের স্বনিযুক্ত মাঠ কর্মী। ফলে যতটুকু বাকি ছিল বাংলায় স্বামীনাথনের বিষ কৃষির পরিকল্পনা রূপায়নে, তাকে মাঠে রূপায়িত করেদিল বামফ্রন্টের ভূমিসংস্কার প্রকল্প। এ নিয়ে মধ্যবিত্তের আজও কোন হেলদোল নেই। 

No comments: